দিনাজপুর জেলার চিরিরবন্দর উপজেলায় অবস্থিত মেহের হোসেন রেসিডেন্সিয়াল মডেল স্কুল ২০১৮ সালের ১৫ অক্টোবর ৫নং আব্দুলপুর ইউনিয়নের চেয়ারম্যান আলহাজ্ব মোহাম্মদ ময়েন উদ্দীন শাহ্ ও তার তিন ভাই মিলে মা আলহাজ্ব মেহেররাব জান ও বাবা আলহাজ্ব মোহাম্মদ হোসেন শাহ্ এর নামে, প্রতিষ্ঠানের নামকরণ করে প্রতিষ্ঠা করেন মেহের-হোসেন রেসিডেন্সিয়াল মডেল স্কুল।
স্কুলে বর্তমান ০৯ জন আবাসিক শিক্ষক/শিক্ষিকা ৪৪ জন অনাবাসিক শিক্ষক/শিক্ষিকা কর্মরত এবং কর্মচারী সহ সর্বমোট ৮৫ জন স্টাফ কর্মরত আছেন। আবাসিকে (৩য় থেকে দশম) ৬০০ জন ছাত্র-ছাত্রী ও অনাবাসিকে (প্লে থেকে দশম) শ্রেণি পর্যন্ত প্রায় ৬০০ জন ছাত্র-ছাত্রী অধ্যয়নরত। প্রতিষ্ঠানে প্লে থেকে ২য় শ্রেণি অনাবাসিক ও ৩য় থেকে দশম শ্রেণি পর্যন্ত আবাসিক/অনাবাসিক শিক্ষার্থী ভর্তি করানো হয়।
ভাষা আন্দোলন ও মুক্তিযুদ্ধের চেতনায় দেশ গড়ার জন্য শিক্ষার্থীরা মেধা ও সম্ভাবনার পরিপূর্ণ বিকাশে সাহায্য করার মাধ্যমে উচ্চতর শিক্ষায় যোগ্য করে গরে তোলাই আমাদের অন্যতম লক্ষ্য। মাধ্যমিক শিক্ষার ভিত্তি মজবুত হলে তারা উচ্চ শিক্ষায় ভাল করবে এবং তাদের কর্মময় জীবনে সাফল্য আসবে।
আমার বিশ্বাস স্কুলের প্রতিষ্ঠাতা ও পরিচালনা পর্ষদের আন্তরিক প্রচেষ্টায় প্রতিষ্ঠানটি দ্রুত শিক্ষা বিস্তারে অবদান রাখবে। প্রতিষ্ঠানের উত্তোরোত্তর মঙ্গল কামনায় দোআ অনুষ্ঠানের মাধ্যমে সমাপ্তি ঘোষনা করা হয়।